বিশ্ববাজারে বাংলাদেশী গার্মেন্টস শিল্পের সুনাম নষ্টকারী গার্মেন্টস মালিকদের কালো তালিকাভূক্ত কর, গ্রেফতার কর, সম্পদ বাজেয়াপ্ত কর, শ্রমিকদের বেতন পরিশোধ কর
—জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF)

বিশ্ববাজারে বাংলাদেশী গার্মেন্টস শিল্পের সুনাম নষ্টকারী গার্মেন্টস মালিকদের কালো তালিকাভূক্ত করা গ্রেফতার ও সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবীতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর উদ্যেগে আজ ১৫ নভেম্বর, ২০২৪, শুক্রবার সকাল ঃ ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামেন গার্মেন্টস শ্রমিক বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে সভাপতিত্ব করেন ঃ ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঃ সহ-সভাপতি মিসেস জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ হোসেন, সিবিএ সম্পাদক মোঃ কাশেম, কেন্দ্রীয় নেত্রী মিস ক্যামেলিয়া হাসান, মিস সুরাইয়া জেসমিন রুমা, মিসেস মনিরা মুন্নি প্রমূখ।

বক্তারা বলেন, আশির দশকে হাতেগোনা গার্মেন্টস কারখানা দিয়ে বাংলাদেশে গার্মেন্টস শিল্পের শুরু। আজ এই শিল্প বিশ্ববাজারে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। দেশের মোট রপ্তানির ৮৪ % পূরণ করে গার্মেন্টস শিল্প।
অথচ আমরা ইদানিং দেখছি প্রায় প্রতিদিনই কোন না কোন গার্মেন্টস এলাকায় শ্রমিকেরা রাস্তায় নামছে, রাস্তা অবরোধ করছে — যা ফলাও করে প্রচার হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক প্রচার মাধ্যমে। প্রায় সকল স্থানেই শ্রমিকদের এই অবরোধের কারণ – বেতন ভাতা পরিশোধ না করা। এতে বিশ্ববাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সুনাম নষ্ট হচ্ছে, রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ছে — ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ৬%।
বক্তারা আরো বলেন, গত কয়েকদিন থেকে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস লিমিটেড, বেসিক ক্লোথিং লিমিটেড, অ্যাপারেলস প্লাস ইকো, বেসিক নীটওয়্যার লিমিটেড, অ্যাপারেল আর্ট লিমিটেড ও এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড, নারায়নগঞ্জে ক্রোনী গ্রæপের অবন্তী কালার টেক্স লিমিটেড সহ বিভিন্ন শিল্প এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী করে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। কয়েকদিন আগে আশুলিয়ার বার্ডস গার্মেন্টসে একই কারনে শ্রমিক অসন্তোষে আশুলিয়া অঞ্চল বেশ কয়েকদিন অবরোদ্ধ থাকে।

অন্যদিকে যে সমস্ত কারখানার শ্রমিকেরা বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবীতে আন্দোলন করছে সেগুলোর অধিকাংশ মালিকই গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর মালিক। এদের অধিকাংশের কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, অষ্টেলিয়ায় একাধিক বাড়ি আছে, বিদেশী ব্যাংক এ টাকা জমানো আছে, এমনকি দেশে নামে বেনামে প্রচুর সম্পদ রয়েছে।
র্যালী থেকে অবিলম্বে এ সকল খারাপ মালিকদের চিহ্নিত করে কালো তালিকা ভূক্ত, গ্রেফতার ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করার দাবী জানানো হয়।
একই সাথে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে অস্থিরতা মুক্ত করতে সমস্ত গার্মেন্টস কারখানা সরকারী উদ্যোগে জরিপ চালিয়ে এদের প্রকৃত অবস্থা নিরুপন করা জরুরী বলে উল্লেখ করা হয়।
পোস্ট সম্পাদন: রিয়াদ হোসেন, ঢাকা, বাংলাদেশ।