NATIONAL GARMENT WORKERS FEDERATION (NGWF)

আন্তর্জাতিক নারী দিবস-২০২৪

আন্তর্জাতিক নারী দিবস-২০২৪
International Women’s Day-2024
কেন্দ্রীয় নারী শ্রমিক র‌্যালী
আইএলও কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর কর
গার্মেন্টস শিল্পসহ প্রাইভেট সেক্টরেও মেটার্নিটি ছুটি পাবলিক সেক্টরের মত ৬ মাস কর
….জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF)
আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন-এর উদ্যোগে আজ ০৮ মার্চ, ২০২৪ ইং তারিখ শুক্রবার, সকাল ১১ টায় ঢাকা পল্টন মোড় থেকে নারী শ্রমিক কেন্দ্রীয় র‌্যালী বের হয়।
র‌্যালীর আগে সংক্ষিপ্ত সমাবেশে ফেডারেশনের নারী কমিটির সাংগঠনিক সম্পাদক মিস ক্যামেলিয়া হাসান শশী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঃ নারী শ্রমিক নেতা মিসেস জেসমিন আক্তার, মিসেস পারভিন আক্তার, মিসেস মনিরা মুন্নি, মিস সুরাইয়া জেসমিন রুমা, মিসেস তিথি আফরিন প্রমুখ।

নারী শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন: ফেডারেশনের সভাপতি গার্মেন্টস শ্রমিক নেতা জনাব আমিরুল হক্ আমিন, মোঃ রফিকুল ইসলাম রফিক, মোঃ ফরিদুল ইসলাম এবং মোঃ কবির হোসেন ।
উত্থাপিত দাবী সমূহ ঃ
১. সম্পত্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার ও সমমর্যাদা চাই।
২. মেটানির্টি ছুটির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর কর।
৩. মেটার্নিটি সুবিধা ছুটির আগের মাসের আয় হিসাবে নয়, পূর্ববতী ৩ মাসের হিসাবে চাই
৪. নারীর প্রতি সকল ধরনের সহিংসতা এবং বৈষম্য বন্ধ কর।
৫. সকল গার্মেন্টস কারখানায় আধুনিক চাইন্ড কেয়ার সেন্টার চালু কর।
৬. আইএলও কনভেনশন-১৮৯ এবং ১৯০ অনুস্বাক্ষর কর।
৭. বেতন বা মজুরীর ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য দূর কর।
৮. সকল কারখানায় এন্টি-হ্যারেজমেন্ট কমিটি গঠন কর।
৯. নিয়োগ এবং পদোন্নতির ক্ষেত্রে লিঙ্গ বৈশম্য দূর কর।
১০. নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়নে যুক্ত হওয়ার সকল পারিবারিক এবং সামাজিক বাধা দূর কর।
১১. ট্রেড ইউনিয়নে নারী শ্রমিকদের উৎসাহিত কর।
১২. পারিবারিক কাজে নারীর পাশাপাশি পুরুষের অংশগ্রহণ এবং দায়িত্ব পালনের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

সমাবেশ শেষে পল্টন মোড় থেকে জাতীয় পতাকাসহ এক র‌্যালী বের হয়ে প্রেস-ক্লাব, হাইকোর্ট হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে তোপখানা রোডে এসে শেষ হয়। র‌্যালীতে শতশত নারী শ্রমিক অংশ নেয়।

পোস্ট সম্পাদন ও ছবি : রিয়াদ হোসেন, ঢাকা, বাংলাদেশ.