NATIONAL GARMENT WORKERS FEDERATION (NGWF)

মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনায় অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস-এর শ্রমিকদের প্রতিক অনশন

বেপজা কর্তৃক ১৪০০ শ্রমিকের ১৪ কোটি টাকা পরিশোধের দাবীতে আজ ১৩ জুন, ২০২৩, মঙ্গলবার, দুপুর- ১২ টায় জাতীয় প্রেস-ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনায় অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস-এর শ্রমিকদের প্রতিক অনশন অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখছেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন, ছবি: রিয়াদ হোসেন
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিনের সভাপতিত্বে কর্মসূচীতে সংহতি বক্তব্য রাখেন ঃ সাবেক মন্ত্রী জনাব রাশেদ খান মেনন, এমপি, সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
জনাব মোস্তফা লুৎফুল্লা এমপি, কেন্দ্রীয় নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
বক্তব্য রাখবেন ঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ঃ মোঃ রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, ক্ষতিগ্রস্থ শ্রমিক জুলহাস, মাজেদা সহ ২ শতাধিক শ্রমিক অংশ নেয়।
বক্তারা বলেন ঃ ঢাকা ই.পি.জেড এর অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিঃ। এটি হংকং মালিকানাধীন একটি গার্মেন্টস কারখানা। ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটি ঢাকা ই.পি.জেড এ বাংলাদেশ সরকারের যাবতীয় সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করে। এখানে কাজ করতো ১৪০০ শ্রমিক। এটি একটি অত্যান্ত লাভজনক কারখানা ছিল। প্রতি বছর এই কারখানা থেকে হংকং মালিক কোটি কোটি টাকা মুনাফা করেছে। মুনাফার এই টাকা এই কারখানায় বা বাংলাদেশের অন্য কোন জায়গায় বিনিয়োগ হয় নাই। বরং ডলার হয়ে হংকং চলে গেছে।

বক্তব্য রাখছেন রাশেদ খান মেনন, এমপি, ছবি: রিয়াদ হোসেন
হঠাৎ করে ২০০৮ সালের জুলাই মাসে কারখানার মালিক কাউকে না বলে চুপিস্বারে হংকং চলে গেছে। যাওয়ার আগে কারখানাটি বিক্রিও করেনি। শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেনি। এমনকি কোন রকম ক্ষতিপূরনও দেয়নি। ১৪০০ শ্রমিকের প্রায় ১৪ কোটি টাকা বেপজা কর্তৃপক্ষ নিজেদের কাছে রেখেও দীর্ঘদিন যাবৎ পরিশোধ করছে না। কারখানার বিদেশী মালিক চলে যাওয়ায় ই.পি.জেড কর্তৃপক্ষ কারখানাটি বিক্রি করে দেয়। কিন্তু গত ১৫ বছর যাবৎ শ্রমিকদেরকে টাকা দেয়ার কথা বলেও আজ পর্যন্ত পরিশোধ করা হয় নাই। প্রায় অর্ধ শতাধিক কোটি টাকা মূল্যের বিশাল এই কারখানা কত টাকায় বিক্রি করা হয়েছে, সেটিও ই.পি.জেড কর্তৃপক্ষ প্রকাশ করে নাই।
এখানে উল্লেখ্য যে, এই কারখানা চলাকালীন সময়ে এই কারখানার শ্রমিকেরা কাজ করতো পৃৃথীবির অনেক নামিদামী ব্রান্ডের। যেমন ঃ J.C.Penny, K-Mart, Wall-Mart, NKD, Delta, Seacrs ইত্যাদি।
বেপজা এবং ডি.ই.পি.জেড প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন হওয়ায় আমরা অনারওয়ে টেক্সটাইল এন্ড এ্যাপারেলস (প্রাঃ) লিঃ এর ১৪০০ শ্রমিকের পাওনা ১৪ কোটি টাকা অবিলম্বে পরিশোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করছি।
অবিলম্বে ১৪০০ শ্রমিকের পাওনাদি পরিশোধ না করলে বেপজা, ডি.ই.পি.জেড, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও ঘেরাও কর্মসূচী করা গ্রহন করা হবে।

পোস্ট সম্পাদন ও ছবি : রিয়াদ হোসেন, ঢাকা, বাংলাদেশ.