
বক্তব্য রাখছেন : আমিরুল হক আমিন, সভাপতি, জাতীয় গার্মেস্টস শ্রমিক ফেডারেশন.
আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ্যে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যেগে আজ ০৭ মার্চ, ২০২৩ মঙ্গলবার, বিকাল ঃ ৪ টায়, আশুলিয়া প্রেস-ক্লাবের সামনে নারী শ্রমিক মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
মাবনবন্ধনে সভাপতিত্ব করেন ঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারী সম্পাদক সুইটি সুলতানা।
পরিচালনা করেন ঃ ফেডারেশনের আশুলিয়া থানা নারী কমিটির সাধারণ সম্পাদক মল্লিকা জামান কেয়া।
বক্তব্য রাখেন ঃ ফেডারেশনের আশুলিয়া থানা নারী কমিটির সভাপতি ফাতেমা আক্তার, হ্যান এ হ্যাটস এন্ড ক্যাপস শ্রমিক ইউনিয়নের নারী সম্পাদক নুপুর আক্তার, সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, মাছিহাতা সোয়েটার শ্রমিক ইউনিয়নের নারী সম্পাদক তানিয়া আক্তার, মেগা ইর্য়ান ডাইং মিলস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোছাঃ ঝর্না বেগম সহ অন্যান্য নারী নেতৃবৃন্দ।

সংহতি বক্তব্য রাখেন ঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
ঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম।
এই মানববন্ধন ও র্যালী থেকে বাংলাদেশের নারী শ্রমিক বিশেষঃ গার্মেন্টস শিল্পের নারী শ্রমিকদের বৈষম্য এবং ন্যায় সঙ্গত দাবী সমূহ সরকার, মালিক এবং বায়ারদের প্রতি তুলে ধরা হয়েছে।

দাবী সমূহ ঃ
১. সম্পত্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং কর্মক্ষেত্রে নারীর সমঅধিকার ও সমমর্যাদা চাই।
২. মেটানির্টি ছুটির ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর কর।
৩. মেটার্নিটি সুবিধা ছুটির আগের মাসের আয় হিসাবে নয়, পূর্ববতী ৩ মাসের হিসাবে চাই
৪. নারীর প্রতি সকল ধরনের সহিংসতা এবং বৈষম্য বন্ধ কর।
৫. সকল গার্মেন্টস কারখানায় আধুনিক চাইন্ড কেয়ার সেন্টার চালু কর।
৬. আইএলও কনভেনশন-১৮৯ এবং ১৯০ অনুস্বাক্ষর কর।
৭. নারী-পুরুষের বৈষম্য দূর কর।
পোস্ট সম্পাদন : রিয়াদ হোসেন, ঢাকা, বাংলাদেশ.